বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে বুধবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শিশু সহ উভয় পক্ষের অত্যন্ত ৫ জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষের কেউ আদমদীঘি থানায় কোন অভিযোগ করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে প্রতিবেশি সাইফুল ইসলাম ও মিঠুর সাথে কিছু দিন পূর্বে ওই গ্রামের মসজিদের জমি জমা সংক্রান্ত ব্যাপারে কথাকাটি হয়। এর জের ধরে বুধবার সকালে উভয়ের পক্ষের কথাকাটাটির একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িড়ে পড়ে। এতে উভয়ের পক্ষের ৫ জন গুরুত্ব আহত হয়। আহতরা হলেন, উপজেলার কালাইকুড়ি গ্রামের মৃত বাদেশ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), তার স্ত্রী ফাতেম বেগম (৩৩), সিরাজুলের শিশু ছেলে ইছা (১৩) ও অপর পক্ষের আশরাফ আলীর ছেলে মিঠু (৩৭) ও তার ছোট ভাই লিটন হোসেন (৩৫)।