বীর মুক্তিযোদ্ধা এছাহাক উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধার নিজ বাড়ি উপজেলার মীরগঞ্জ উপর আতারপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রয়েছে। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, বাঘা থানার ওসি মহসীন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক। তার পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাবলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রজমান শফি।