চাঁপাইনবাবগঞ্জের ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের ২০১৯-’২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ২৩ মে তারিখে প্রনীত বাজেট পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়। ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল হোসেন এ বাজেট ঘোষনা করেন। ২০১৯-’২০ অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৫লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার ৪শ’ ৫৭টাকা। অন্যদিকে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার ৪শ’৫৭টাকা। ইউপি সদস্য জাহাঙ্গির আলমের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী। এ সময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারীপুরুষ উপস্থিত ছিলেন।