হাওর অধ্যুষিত উপজেলা নিকলী সাতটি ইউনিয়ন নিয়ে অবস্থিত। এখানে প্রায় দুই লাখ নারী পুরুষ বসবাস করে আসছে। এর মধ্যে নিকলী সদর ইউনিয়ন, কারপাশা, জারইতলা, সিংপুর, গুরুই ইউনিয়নে অলি গলিতে ইয়াবা ব্যবসায়ীদের দুরাত্ব চরমে উঠে পড়েছে। এতে শতকরা ৭০ থেকে ৮০ ভাগ যুব সমাজ ইয়াবার আক্রমনে সমাজ ধ্বংস হয়ে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী ইয়াবার ঘটফাদারদেরকে না ধরে নিরীহ গ্রাম ধরে সাজা প্রদান করে আসছে বলে অভিযোগ উঠেছে। এরি ধারাবাহিকতায় নিকলী সদর ইউনিয়নের রোদারপুড্ডা, পশ্চিমহাটি, পূর্ব হাটি, কৈবত হাটি, নয়া হাটি, গোয়াল হাটি ও মাইজ হাটি সহ একসহ¯্রাদিক জনতা গত মঙ্গলবার দিবাগত রাতে ফুসে উঠেছে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে। কারণ গত মঙ্গলবার দিবাগত রাত পনে ১১ টার দিকে মাইজ হাটির মোড়ে ইয়াবা ব্যবসায়ী আল ইসলাম সহ ১০-১২ জন ইয়াবা ব্যবসায়ীরা এলাকার প্রতিবাদ কারী সাবেক মেম্বার আলম মিয়া ও আবুল কাশেমের উপর অর্তকিতভাবে হামলা চালানোর পরিকল্পনা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তখন পুলিশ ইয়াবা ব্যবসায়ী আল ইসলাম সহ তাদের গ্রুপের লোকদের পুলিশ সারাশি অভিযান চালিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। মাদক প্রতিরোধ করার জন্য গতকাল বুধবার রাতে এলাকার হাজার হাজার লোক বৈঠকে বসবে বলে একটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিকলী থানার ওসি মো: নাসির উদ্দিন ভূইয়া জানান, নিকলীতে মাদক মুক্ত করার জন্য পুলিশ সর্বদায় কাজ করে যাচ্ছে।