রাজশাহীর মোহনপুরে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা হলরুমে জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নত রাষ্ট্র ও জাঁতি গঠন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে, ভিশন-২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে গনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে পৃথক পৃথক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারি তথ্য কর্মকর্তা আবদুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেরুলা নাসরিন, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোমিন শাহ গাবরুসহ স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।