সারা দেশের ন্যায় শৈলকুপা উপজেলায় কৃষকদের নিকট থেকে সরকারের দেওয়া নির্ধারিত মুল্যে ধান ক্রয় শুরু হয়েছে। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুন্নবী জানান চলতি বৌর মৌসুমে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে ৪শ মেঃটন ধান সরকারের দেওয়া নির্ধারিত ১০৪০ টাকা মুল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে ধানক্রয় কমিটি চিটামুক্ত শুকনা ধান ক্রয় করউপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো ঃ মোজাম্মেল হক জানান ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা সন্জয় কুমার কুন্ডু ও উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্ব স্ব ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা হচ্ছে যাতে অনিয়ম না হয়। গতকাল বুধবার ৬নং সারুটিয়া ইউনিয়নের মৌকুড়ি হাই স্কুল মাঠে মাইকিং করে কৃষকদের নিকট থেকে প্রায় ২শতাধিক মন ধান ক্রয় করা হয়েছে বলে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নরুন্নবী জানান।এদিকে ক্রয় করা ধানের টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে কৃষকদের কে পরিশোধ করা হচ্ছে। ধান বিক্রি করতে আসা মৌকুড়ি গ্রামের কৃষক জামাল হোসেন জানান সরকার সব মৌসুমে যদি এভাবে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করে তাহলে কৃষকরা লাভবান হবে। ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান,কৃষকরা যাতে প্রতারনার শিকার নাহয় সেই দিক লক্ষ রেখে আমরা সরাসরি ধান ক্রয় করছি।