বুধবার বেলা ১১টায় বগুড়ার সান্তাহার পৌর শহরে রেলগেটে স্থাপিত স্বাধীনতা স্বৃতিস্তম্ভ বিনোদন কেন্দ্রের উন্নয়ন কাজের জন্য পৌরসভা কতৃর্ক ৩ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রাহক, নক্সাকার ও এই স্তম্ভ নির্মানের প্রধান উদ্যোক্তা সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, পৌর সভার প্যালেন মেয়র জার্জিস আলম রতন, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, নিসরুল হামিদ ফুতু, শাহিনুর রহমান মন্টি, ডিএম দুলাল, আসলাম সিকদার প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিনোদন কেন্দ্রের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।