বগুড়ায় এক দিনের ব্যবধানে আবারো এক ব্যাক্তির লাশ উদ্ধার করলো বগুড়া সদর থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সদর এলাকার নূনগোলা ইউনিয়নের হাজরাদীঘি এলাকায় মাঠের একটি গভীর নলকূপের ঘড় থেকে লাল্টু মিয়া (৩০) নামের ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত লাল্টু মিয়া হাজরাদীঘি প্রামানিকপাড়ার মৃত রমজান আলীর ছেলে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত )রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, লাল্টু মিয়ার বাবা মা নেই। এমনকি তার কোন বাড়ী ঘড়ও নেই। সে এলাকার একটি শ্যালী মেশিন ঘড়ের কেয়ারটেকার হিসাবে নিয়োজিত ছিল। এবং ওই ঘড়েই বস্ববাস করতো।
গতকাল (মঙ্গলবার )বিকালে ওই গড় থেকে দূর্গন্ধ বেরুতে থাকলে মাঠে কাজ করতে যাওয়া লোকজন গন্ধের উৎস খুজতে থাকে। পরে তারা পুলিশে খবর দিলে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাল্টু মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
নিহতের প্রকৃত মৃত্যু রহস্য সমপর্কে পুলিশের ওই কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি। তিনি মনে করেন বেশ কয়েকদিন আগে লাল্টু মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে। তার সমপর্কে কেউ কোন খোঁজ খবর না করায় বিষয়টি কেউ জানতে পারেনি। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু ঘটনা রের্কড করা হয়েছে।
উল্লেখ্য ,আগের দিন শহরের ছিলিমপুর ইসলামপুর এলাকার একটি জঙ্গল থেকে অনুরুপ
এক অপরিচিত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।