মেয়ের বাড়ীতে বেড়াতে আসা কালু মন্ডলের আর বাড়ী ফেরা হলনা। প্রকৃতির ডাকে সারা দিতে বাস থেকে নেমেই পুত্রের সামনে বাসের চাকায় পিস্ট হয়েছে মারা গেলেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোর রাতে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায়।
নিহত কালু মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর সাথীপুরের মৃত সামছুদ্দিনের পুত্র।
জানা গেছে, ঈদের পর ছেলে রেজাউলকে সঙ্গে নিয়ে রংপুরে মেয়ে বাড়ীতে বেড় তে আসা কালু মন্ডল বাড়ী ফেরার জন্য সোমবার গভীর রাতে রংপুরের মর্ডান মোড় থেকে একটি কুষ্টিয়াগামী একটি লোকাল ফয়েজগাড়ীতে ছেলের সাথে ওঠেন।
গতকাল মঙ্গলবার ভোররাতে বাসটি বগুড়া শহরের ছিলিমপুর শজিমেক হাসপাতালের সামনে পৌছলে বাসযাত্রী কালু মিয়া প্রস্রাবকরার জন্য হেলপারকে বাসটি রাস্তার পার্শ্বে থামানোর জন্য অনুরোধ করেন। এর কিছু দুরেএলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে পৌছলে বাসটিকে চালক থামান। এ সময় পুত্রের হাত ধোরে বাস থেকে নামার সময় চালক বাসটি হঠাৎ করেই বাঁ দিকে চাপানোর চেষ্টা করেন। এতে করে কালু মিয়া মারাত্বক ভাবে চাকায় পিষ্ট হন। ওই সময় বাসটি পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় কালু মিয়াকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।
এদিকে গত সোমবার বিকালে জেলার ধুনটের চ্যালাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় গুরুত্বর আহত জমেলা খাতুন(৫৫)নামের এক মহিলা চিকিৎসাধিন অবস্থায় গতকাল সকালে শজিমেক হাসপাতালে মারা যান।