মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড রাজশাহীর সচিবসহ পাঁচটি পদে প্রেষণে নিয়োগ বা পদায়নের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সাথে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য মামলার বিবাদী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশনা দিয়েছেন আদালত। আদালতের নিষেধাজ্ঞা জারিকৃত ৫টি পদ হচ্ছে- সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) এবং বিদ্যালয় পরিদর্শক।
মামলায় বাদীর আরজিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা অধ্যাদেশ-১৯৬১ মোতাবেক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ওই অধ্যাদেশ মতে, রাজশাহী বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, উপ-পরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদসমূহ শিক্ষা বোর্ডের নিজস্ব পদ। যা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগ করতে হবে। কিন্তু অজ্ঞাত কারণে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন কলেজের শিক্ষকদেরকে প্রেষণে বদলির মাধ্যমে ওই পাঁচ পদে পদায়ন করা হয়ে থাকে। যেটি অধ্যাদেশের লঙ্ঘন এবং আইন পরিপন্থী।
এ তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী লোকমান আলী জানান, ‘গত বছরের ২৯ নভেম্বর রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে শিক্ষা বোর্ডের এই পাঁচ কর্মকর্তার পদের নিয়োগ ও পদায়নের বৈধ্যতা চ্যালেঞ্জ করে আইনজীবী আবু আসলাম জনস্বার্থে একটি মামলা করেন। এরপর শুনানি শেষে গত ২৬ মে এ আদালতের বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। একইসাথে মূল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পাঁচ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ বা পদায়ন না করার জন্য মামলার বিবাদী শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও রাজশাহী বোর্ডের চেয়ারম্যানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।’
এ বিষয়ে জানতে মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আযাদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।