পাবনার বেড়া জমাজমি সংক্রান্ত ঘটনায় সংঘর্ষে গুরুত্বর আহত রাকিবুল হক (৩০)নামের এক যুবক বগুড়ায় মারা গেছে।
নিহত রাকিবুল হক পাবনা জেলার বেড়া উপজেলার শেখপাড়ার মৃত মোবারক আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পারিবারীক জমাজমি সংক্রান্ত বিবাদের জের নিয়ে গত সোমবার দুপুরে এলাকায় দু’পক্ষের মধ্য সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে গুরুত্বর আহত রাকিবুলকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।