বগুড়ায় দাদনের টাকা পরিশোধ করতে না পারায় খুলিলুর রহমান (৫৫)নামের এক দরিদ্র কৃষককে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ সদরের শাখারিয়া এলাকা থেকে গতকাল সকালে নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত কৃষক খলিলুর রহমান বগুড়া সদরের শাখারিয়া গোপালপাড়া এলাকার মৃত রমজান আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খলিলুর এলাকার একজন দরিদ্র কৃষক। কৃষি কাজের জন্য সে সম্প্রতি এলাকার একজন কুখ্যাত দাদন ব্যবসায়ীর নিকট থেকে সুদে ২০হাজার টাকা নেয়। পরিবর্তিতে অর্ধেকের বেশী টাকা পরিশোধের পরও দাদন ব্যবসায়ী সূদে আসলে অতিরিক্ত আরো কুড়ে হাজার টাকা দাবী করে তাকে চাপ দিয়ে যাচ্ছিল। এ টাকা দিতে ব্যার্থ হয়ে ক্ষুব্ধ হয় দাদন ব্যবসায়ী তাকে দেখে নেবার জন্য অব্যাহত ভাবে হুমকী ধামকী দিয়ে আসছিল।
এলাকাসী জানান, সোমবার সন্ধ্যা রাতে নিহত খলিল স্থানীয় একটি বাজারে বসে চা খাচ্ছিল। এ সময় পাড়া পরশী তাকে বাড়ীতে যেতে বললে সে জানায়, রাজ্জাকের সাথে একটু কাজ আছে। পরে সে নিখোজ হয়। রাতে সে বাড়ী না ফেরায় সম্ভাব্য সকল স্থানে তার খোঁজ খবর করে তার পরিজনেরা।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় একটি ক্ষেতের মধ্য খলিলুর রহমানের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে দুপুরে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধ ার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে পুলিশ। ধারনা করা হচ্ছিল মৃত্যুর আগে লাশের হাতপা বেধে নেয়া হয়েছিল। পরে তাকে গলায় শাষরোধ করে হত্যাকরা হয়। এ সময় তার গলায় একটি নতুন গামছা পেঁচানো ছিল।
এলাকাসীদের অনেকেই জানান, আগের দিন সন্ধ্যায় একজন উল্লিখিত যুবককে ওই গামছাটি স্থানীয় বাজারে তারা কিনতে দেখেছিল। ঘটনার পর থেকে এলাকার ওই দাদন ব্যবসায়ী পলাতক রয়েছে।
এদিকে ঘটনা নিশ্চিত করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীকারী পুলিশের এসআই আবদুর রহিম ঘটনা নিশ্চিত করে জানান, সম্ভবত তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি উল্লেখ করে ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে বিস্তরিত নিশ্চিত হওয়া যাবে। এ সংবাদ লেখা পর্যন্ত এব্যপারে মামলা হয়নি।