নওগাঁর মান্দায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ফেনসিডিলসহ মাহবুবুর রহমান (৩৮) নামে এক ফার্মাসিষ্টকে আটক করেছে পুলিশ। এ সময় রেজাউল করিম মিন্টু (৪০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দেলুয়াবাড়ি বাজার মসজিদ সংলগ্ন এলাকায় মাহবুবুর রহমানের প্রাইভেট চেম্বার থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃত মাহবুবুর রহমান উপজেলার ভারশোঁ ই্উনিয়নের বালিচ গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে। তিনি উপজেলার কশব ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিষ্ট পদে চাকরি করছেন। তার সহযোগী মিন্টু উপজেলার চককানু গ্রামের মতিউর রহমানের ছেলে।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার উপপরিদর্শক আবদুল মালেক সঙ্গীয় ফোর্সসহ ফার্মাসিষ্ট মাহবুবুর রহমানের ব্যক্তিগত চেম্বার থেকে এক বোতল ফেনসিডিল ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাহবুবুর রহমান ও তার সহযোগী মিন্টু আটক করে পুলিশ।
ওসি আরও জানান, ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার নওগাঁ জেলাহাজতে পাঠানো হয়েছে।