ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে দলীয় পরিচয়ে কল্যানকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টাকা মূল্যের এ গাছ কেটে নিয়েছে এক আওয়ামী লীগ কর্মী। গত ৬ জুন সকল সকাল ৯টায় বিদ্যালয়ের ভাউন্ডারির মধ্যে থাকা প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের গাছটি কেটে নেয়ার সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাধা দিলেও তাতে কর্ণপাত করেননি আলোকদিয়া গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে আওয়ামী লীগ কর্মী পরিচয়দান কারী চিহিৃত মাদক ব্যবসায়ী আলম চান। আলম চান তার লোকজন নিয়ে জোড় পূর্বক গাছটি কেটে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সদও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কল্যানকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পরী ভানু প্রধান শিক্ষক মো. আমিনুল হক জানান, ৬জুন স্থানীয় আলম চান বিদ্যালয়ের জমিতে থাকা একটি রেইনট্রি গাছ কাটতে গেলে তাকে বাধা দেয়া হলেও তিনি কার কথায় কর্ণপাত করেননি। স্থানীয় প্রভাব খাটিয়ে গাছটি কেটে নিয়ে যায়। তিনি কোন আইন কানুনের তোয়াক্কা করেননা। তার সাথে কল্যাণ কাঠি গ্রামের মো. আলীর ছেলে আরেক মাদক ব্যবসায়ী মহসিন জোট বদ্ধ হয়ে এ মাদক ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রন করে। তারা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের একান্ত অনুগত হওয়ায় এলাকার কেহ কোন কথা বলতে সাহস পায়ন। স্থানীয় একটি সূত্র জানায়, আলম চান ঢাকার একটি সেশন হত্যা মামলা (নং ৪৮/৯) অন্যতম আসামী। যার ঝালকাঠি পুলিশ সুপার অফিসের স্বারক নম্বর ২৪২।
এ বিষয়ে অভিযুক্ত আলম চানের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গাইনের সরকারী মুঠোফোনে রিং করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে পরিদর্শনে যান সদর উপজেলার এএসআই মুনসুর। তিনি সবার সাথে কথা বলে আসামি আলম চানের মোটর সাইকেলে করে ঝালকাঠি চলে আসেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা।