দিনাজপুরে বীরগঞ্জে নব গঠিত সেচ্ছাসেবী সংগঠন “হামরা বীরগঞ্জীয়া”র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ পৌরশহরের বীরগঞ্জ প্রতিদিন পত্রিকা কার্যালয়ে নব গঠিত সেচ্ছাসেবী সংগঠন “হামরা বীরগঞ্জীয়া” ও ঈদের ছুটিতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেধাবী ছাত্রদের সঙ্গে সাংবাদিকদের ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আফতাব ফাউন্ডেশনের চেয়ারম্যান বশিষ্ট সামাজসেবক মো.শাহাদাৎ হোসেন। তিনি বলেন, হামরা বীরগঞ্জীয়া এর উদ্যোগে আগামি ২৮,২৯ ও ৩০ জুন তিন দিনের কক্সবাজার ভ্রমণের আয়োজন করা হয়েছে।তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক আবদুর রাজ্জাক, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো.হাসান জুয়েল (খোলা কাগজ), দশরথ রায় বাবুল ( পত্রালাপ), সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ, উত্তম শর্মা (প্রতিদিনের সংবাদ), আরমান আলী( ভোরের ডাক), বিকাশ ঘোষ ( আজকের বিজনেস বাংলাদেশ), রনজিৎ সরকার রাজ ( যুগের আলো) প্রমুখ।
এসময় মেধাবী ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের ছেলে মো.মেহেদি হাসান সুজন, দিলীপ শীলের ছেলে হিরোক শীল, মো. তাইজুল ইসলামের ছেলে মো.তারেক, আবদুল রহমান খাঁনের ছেলে মো.সাকিব, মো.রফিকুল ইসলামের ছেলে মো. আবু সাঈদ, মো.শহিদুল ইসলাম বাবুলের ছেলে মো.আনাস প্রমুখ।