জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নওগাঁর মান্দায় পানি সাশ্রয়ী ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের হারান চন্দ্রের বাড়ির উঠানে এ মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন প্রধান অতিথি ছিলেন।
বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক জিল্লুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহা, শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন মন্ডল, কৃষক ভগিরত চন্দ্র তাঁতী, নিখিল চন্দ্র, দ্বিজেন্দ্রনাথ, কল্পনা রানী প্রমুখ।
সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহা জানান, চলতি বোরো মৌসুমে মান্দা উপজেলার চারটি স্কীমে পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে ৯০ জন কৃষক ৯০ বিঘা জমিতে ধান উৎপাদন করেছেন। এ ছাড়া রাজশাহীর তানোর ও মোহনপুর উপজেলার ১৮০ জন কৃষক এ পদ্ধতিতে ধান চাষ করে সফলতা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।