নওগাঁর পত্নীতলায় উষ্টি জয়পুরা সড়কের পাশের সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোন ব্যাবস্থা গ্রহন করা হয়নি।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৩০ মে উপজেলার উষ্টি গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র জুয়েল রানা ও গিয়াস উদ্দীনের পুত্র জাহাঙ্গীর আলম উষ্টি হঠৎ পাড়া জয়পুরা সড়কের পাশের ১০ টি মেহগুনি ও ইউক্যালিপটাস গাছ কেটে গোপনে বিক্রি করে। ৩জুন এ বিষয়ে গ্রামবাসির পক্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে জুয়েল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গাছ কাটার সাথে জড়িত নয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম জানান, গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।