নওগাঁর রাণীনগরে সাবেক ব্যাংক কর্মকর্তা ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য শাহিন মনোয়ারা হকের ভাই এসএম মাসুদ ওরফে বিষু (৭২) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মঙ্গলবার বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এসএম মাসুদ রাণীনগর উপজেলার খট্রেম্বর গ্রামের মৃত্যু মহসিন আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে, এসএম মাসুদ আলী দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি সোনালী ব্যাংক সিবিএ এবং আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। চাকুরী থেকে অবসর নেবার পর জন্মভূমি রাণীনগরের খট্রেশ্বর গ্রামে বসবাস করতেন তিনি। এ সময় দীর্ঘ দিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে ভূগছিলেন। মঙ্গলবার ভোরে নিজ বাস ভবনেই শেষ নিস্বাশ ত্যাগ করেন। তার নামাজে জানাজায়, নারী আসনের সাবেক সাংসদ বোন শাহিন মনোয়ারা হক,স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগন অংশ নেয়।