গোপালগঞ্জের শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা মোঃ সামচুল আলম তালুকদার (৭০) মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.....রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শোভাকাঙ্খী রেখে গেছেন। আজ বুধবার সকাল নয়টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।