এসো বন্ধু প্রাণের টানে মেতে উঠি উৎসবে এই শ্লোগান কে সামনে রেখে ১৯৯১ ইং ব্যাচের বন্ধু ফোরামের আয়োজনে বগুড়ার সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হলো ৫ম শ্রেণীর-১৯৯১ ইং ব্যাচের ঈদ পুনর্মিলনী সারাদিন ব্যাপী নানা কর্মসুচির মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী, স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ, খেলাধুলা, র্যাফেল ড্র ও সংগীত পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় মিশন প্রাথমিক বিদ্যালয়ে থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। বেলা ১২টায় স্কুল প্রঙ্গনে স্মৃতিচারণ আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজো মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীর আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দানিয়েল, ওই স্কুলের প্রক্তন ছাত্র রায়হান, রাসেল, মামুন, আপেল, মাহাবুব, রেজভী, বাবু, রনি, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন রুমা, মুন, ইরা, ইভা, লাকি, লিমা, ডেলা, কলি প্রমুখ। আলোচনা শেষে ৫ম শ্রেণীর-১৯৯১ ইং ব্যাচের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে ঈদ পুনর্মিলনী কেক কাঁটা হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজ, বিকেলে খেলাধুলা, র্যাফেল ড্র ও সংগীত পরিবেশন মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।