পিরোজপুরের নেছারাবাদে স্বরুপকাঠি মাদক ব্যবসায়ী আবুল কালামের ছেলে ডি কে পলাশকে ১০০পিছ ইয়াবাসহ নেছারাবাদ থানা পুলিশ গতকাল রাতে থানা সংলগ্ন ব্রিজ থেকে গ্রেতার করে। মাদক ব্যবসায়ী পলাশ জানায় বরিশালের তিনমড় মাধবপাশার ইয়াবা ব্যবসায়ী সেলিমের কাছ থেকে এ ইয়াবা নেছারাবাদে(স্বরুপকাঠিতে) সেবনকারীদের জন্য নিয়ে আসে। নেছারাবাদ থানা ইনচার্জ তারিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিত্বে তার নেতৃত্বে ওতপেতে থাকা এস আই তসলিম রহমানের একটি টহল পুলিশ টিম পলাশের মটরসাইকেল গতিরোধ করলে সে নেছারাবাদ থানা সংলগ্ন ব্রিজ থেকে খালে লাফ দেয়। এ সময় পুলিশ পানি থেকে তাকে উদ্ধার করে তার শরীর তল্লাশী চালিয়ে ১০০পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়”। থানা সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে ২০১৮/ এর সারনী ৩৬/১, ১০(খ) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওসি আরও জানায়, তার বিরুদ্ধে এর পূর্বে নেছারাবাদসহ অন্যান্য থানায় বিভিন্ন ধারায় ৬টি মামলা রয়েছে।