আশাশুনি উপজেলার শোভনালীতে দাবীকৃত চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি ও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
হাজীপুর গ্রামের মৃত তছির উদ্দিন গাজীর পুত্র আহসান গাজী বদরতলা সড়কের ‘বাবলা বাগান’ নামক স্থানে কফি হাউজ নামে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে ব্যবসা করে আসছেন। বাঁশিরামপুর গ্রামের আমিনুর রহমান গাজীর পুত্র আল-আমিন, জমাত আলি গাজীর পুত্র জুন্নুন গাজী ও আমিনুর, কাটাখালী গ্রামের আপ্তাব গাজীর পুত্র রবিউল ইসলাম ব্যব্সায়ী আহসানের কাছে ব্যবসা করতে হলে ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে বিভিন্ন ভাবে হুমকী-ধামকী দিতে থাকে। সোমবার (১০ জুন) সকাল ৮ টার দিকে আহসান দোকানের মালামাল ক্রয়ের জন্য বদরতলা বাজারে গিয়ে মজিদ এর মুদি দোকানের সামনে গেলে চাঁদাবাজরা তার পথরোধ করে এখনি চাঁদার টাকা দিতে হবে বলে দাবী করলে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সাথে সাথে তারা লোহার রড, শাবল দিয়ে তার মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক আঘাত করে রক্তাক্ত জখম করে পকেটে থাকা ব্যবসার মালামাল ক্রয়ের ৩০ হাজার ২০০ টাকা নিয়ে নেয়। পাশের লোকজন এগিয়ে গেলে জীবন নাশের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে আক্রনকারীরা কেটে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আহসানের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থান পরির্দশন করেছেন।