বগুড়ার শেরপুরে ও নন্দিগ্রামে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় মহিলা সহ ৪জন নিহত এবং কমপক্ষে ১৫জন আহত হয়েছে। ঘটনা ৩টি ঘটেছে রাববার রাতে নন্দিগ্রামে ও সোমবার সকালে শেরপুর উপজেলার শেরুয়া ও দশমাইল এলাকায়। দুটি যাত্রীবাহী কোচের সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ও ভটভটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হল লালমনিরহাটের মনেন্দ্রপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী দুলালী (৩৫)এবং অন্যজন সড়ক শ্রমিক বগুড়ার শাহজাহানপুর উপজেলার চকধানী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে শাহাদাৎ (৪৫)ও নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।
বগুড়া শেরপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স এর ষ্টেশন কর্মকর্তা মুহা সিদ্দিকুর রহমান বিষয়দুটি নিশ্চিত করে জানান, সোমবার ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ব্যাচমেন্ট পরিবহনের একটি যাত্রীবহী কোচ (নং-ঢাকা মেট্রো-ব-০৯৩৪)উপজেলার দশমাইল নামকস্থানে পৌছলে বিপরীতমুখী একটি মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে কোচের মহিলা যাত্রী দুলালী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় কমপক্ষে ১৩জন। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
অপরদিকে একই দিনে সকাল পোনে ১০টার দিকে প্রায় একই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সাথী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ (নং-ঢাকা মেট্রো-ব-১৪-১১৪০)ছোনকাবাজার এলাকায় পৌছলে বিপরীত মুখী একটি ট্রাকএর সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় রাস্তায় কর্মরত সড়ক ও জনপদের শ্রমিক ফরিদ কোচের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় হয় এর চালক সহ আরো ২জন।
দূর্ঘটনা কবলিত যানবাহনগুলি পুলিশ আটক করেছে।
এদিকে রবিবার রাত ১১টার দিকে রাজশাহী থেকে দুই ভাই দুটি মহিষ কিনে ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পদ্মপুকুর মোড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি উল্টে যায়। এর নিচে চাপা পড়ে দুই ভাই এবং একটি মহিষের মৃত্যু হয়। চালক আহত অবস্থায় ভটভটি ফেলে রেখে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মোহাম্মদ জানান, ভটভটি চালককে খুঁজে পাওয়া যায়নি। তার নাম পরিচয়ও জানা যায়নি। নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া মহিষের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।