বগুড়ায় এক অবলা গরুর কারণে লুকিয়ে রাখা অপরিচিত এক যুবকের লাশ মিলেছে। সোমবার দুপুরে শহরের তিনমাথা ইসলামপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে অপরিচিত আনুমানিক ৩০/৩৫বছরের ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের তথ্য জানা যায়, সোমবার দুপুরে শহরের তিনমাথা ইসলামপুর এলাকার শাহকামালিয়া হোটেলের পশ্চিম পাশের একটি কবরস্থান এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় জনৈক এলাকাবাসী। এ সময় তিনি তার গুরুটিকে সামনে দিয়ে সেখানে নিয়ে যাবার সময় হঠাৎ করে তার গুরুটি অস্বাভাবিক আচরণ শুরু করে।এর একপর্যায়ে তার গরুটি সেখানে না যাবার জন্য টানা হেচরা শুরু করে এবং দৌড়ে সেখান থেকে ছুটে পালায়। এঘটনার উৎস খুঁজতে গিয়ে এলাকাবাসী সেখানকার কবরস্থানের পার্শ্বে ডালপালাদিয়ে লুকিয়ে রাখা লাশের খোঁজ পায়।
পরে সদর থানায় খবর দেয়া হলে থানার ইন্সপেক্টর (তদন্ত)সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে অপরিচিত লাশের সুরতহাল তৈরী শেষে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। ইন্সপেক্টর রেজা বিষয়টি নিশ্চিত করে জানান ,লাশের সুরতহাল দেখে অনুমান করা হচ্ছে গত ১০/১২ দিন পূর্বে হত্যার পর লাশটি অকুস্থলে লুকিয়ে রাখা হয়েছিল।নিহতের পরনে লাল জাতীয় প্যান্ট এবং বাংলাদেশ ক্রিকেটের লোগ সম্বলিত টি সার্ট ছিল। উদ্ধারকৃত লামের মৃত্যুর সঠিক কারণ সমপর্কে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও ওই পুলিশ অফিসারের ধারনা, নিহতের শরীরে কোন রাসায়নিক পদার্থ ঢেলে দেয়া হয়েছিল।