টানা ১৯ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খুলছে।
পবিত্র রমজান-ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২৪ মে থেকে ১৯ দিনের জন্য ছুটি ঘোষনা করে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ।
‘পবিত্র রমজান, জুমআতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১০ জুন পর্যন্ত সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। আজ ১১ জুন হতে পুনরায় যথারীতি সকল কার্যক্রম শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে টানা ১৯ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় খুলছে। এতে আবাসিক হলগুলোতে সোমবারেই ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। মুখরিত হয়ে উঠছে আবারও ক্যাম্পাস।