দেবহাটা উপজেলা মাসিক আইন-শৃংখলা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবদুস সাত্তার, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান, দেবহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, খানজিয়া বিওপি নায়েব সুবেদার সেলিম, শাখরা হাবিলদার মোজাফফার, ভাতশালা নায়েব সুবেদার বেলাল হোসেন, দেবহাটা হাবিলদার সোহরাব, টাউন শ্রীপুর নায়েব সুবেদার অপুর্ব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় আইন-শৃংখলা, চোরাচালান, বাল্য বিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।