রাজশাহীর গোদাগাড়ীতে বৃদ্ধ ফরজান আলী (৬৫)’র মৃতদেহ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে ফরজুন আলীর শ্বশুড়বাড়ীর একটু দূরে একটি ফাঁকা মাঠের ভিতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, চর আষাড়িয়াদহ ভূবনপাড়া গ্রামের ফরজুন আলী ৬-৭ বছর আগে উপজেলার হরিশংকরপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করে। রোববার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে। গ্রামের লোকজনের সাথেও তার দেখা হয়।
পরদিন সকালে শ্বশুরবাড়ী হতে একটু দূরে গাছে ঝুলন্ত অবস্থায় ফরজান আলী মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে গাছে ঝুুলন্ত অবস্থায় মৃত দেহটি উদ্ধার করে। তবে কি কারণে আতœহত্যা করেছে নাকি এর পেছনে কোন কারণ আছে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
ওসি জাহাঙ্গীর জানান, মৃহদেহটি উদ্ধারের পর মনে হয়েছে আতœহত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে সঠিক রহস্য উদঘাটনের জন্য মরদেহটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই আসল তথ্য জানাযাবে বলে জানান।
এই ঘটনায় মৃত ফরজান আলীর শ্বাশুড়ী, শ্যালক ও শ্যালকের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে ওসি জাহাঙ্গীর জানান।