ঈদুল ফিতর উদ্্যাপনের পঞ্চম দিন অতিবাহিত হলেও রাজশাহী নগরীর নিত্যপণ্যের বাজারে সোমবার (১০ জুন) ক্রেতাদের চাপ দেখা যায়নি। এদিন ক্রেতাশূন্য বাজারে সবজিসহ প্রায় সকল নিত্যপণ্যের দাম কম দেখা গেলেও চাল, ডিম ও মাংসের দাম তুলনামূলকভাবে বেশীতে বিক্রি করতে দেখা গেছে। বাজারের দু’একটি সবজির দোকানে ক্রেতা দেখা গেলেও মাছ ও মাংসের দোকান ছিল প্রায় ক্রেতাশূন্য। মাছ ও মাংসের দোকানে মাঝে মধ্যে দু’একজন দাম জিজ্ঞাসা করলেও তাদের ক্রয় করতে দেখা যায়নি। চিত্রটি সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যের। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের বাজার জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে। আগামি রোববারের মধ্যেই পুরোপুরি বাজার জমে উঠবে বলে ধারণা ব্যবসায়ীদের।
সোমবার বেলা ১১টার পর নগরীর উপশহর নিউমার্কেট, লক্ষ্মীপুর ও কোর্টবাজার বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে। এ সময় ক্রেতারা অভিযোগ করে বলেন, ঈদের পর হঠাৎ করে ডিম ও গরুর মাংসের এমন বেশী দাম একেবারেই অযৌক্তিক। এদিন বাজারে প্রতি হালি মুরগীর ডিম (সাদা রঙের) বিক্রি হয়েছে ২৮ টাকা ও বাদামি ৩০ টাকায়। ঈদের আগে প্রতি হালি সাদা ডিমের দাম ছিল ২৪ ও বাদামি ২৬ টাকা। আর গরুর মাংস প্রতি কেজি বিক্রি করা হয়েছে ৬০০ টাকায়। যেটি ঈদের মধ্যে কোন কোন জায়গায় ৬০০ টাকায় বিক্রি হলেও অধিকাংশ দোকানেই ৫৮০ টাকাতে বিক্রি করা হয়েছে। এ ছাড়া এখনো চড়া দামেই সব ধরনের মুরগী বিক্রি হচ্ছে। এদিন ব্রয়লার মুরগী কেজি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা, লাল লেয়ার ২২৫ থেকে ২৩০ টাকা, প্রতি পিস কক মুরগী ২১০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। আর ছাগী ও খাসির মাংস প্রতি কেজির দাম ছিল ৭৫০ থেকে ৮৫০ টাকা।
তবে সব ধরনের সবজি ক্রয়ে স্বস্তিতে ছিল ক্রেতারা। বাজার ও মানভেদে প্রায় সব ধরনের সবজি ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এদিন ভালোমানের প্রতি কেজি বেগুন বিক্রি হয় ২৫-৩০ টাকায়। এদিন প্রতি কেজি আলুর দাম ছিল ২০ টাকা, সজনে ডাটা ৩০, করলা ৮০, পটল ২০, বরবটি ২৫, কচুরলতি ৩০, কাঁকরোল ৩০, চিচিংগা ২৫, ঝিঙা ও চিচিঙ্গা ২০, পেঁপে ১৫, টমেটো ২৫, শশা ২০ ও লাউ ১৫ টাকা। আর লেবু প্রতি হালি মান ভেদে ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়। আর প্রতি আঁটি লাল শাক, পালং শাক ১০ থেকে ১৫ টাকা, লাউ শাক ১৫ টাকা, পুঁই শাক ও ডাটা শাক ১২ টাকা থেকে ১৫ টাকা দরে বিক্রি হয়। প্রতি কেজি দেশি পেঁয়াজ আগের দামে কেজি প্রতি ২৫ টাকা ও আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ২৫ টাকা কেজি দরে। আর আদা ও রসুন বিক্রি হয় ১২০ টাকা কেজি দরে।
এছাড়াও ইলিশসহ প্রায় সব ধরণের মাছের দাম কমেছে। ঈদ বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রামের ওজনের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও সোমবার প্রতি কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হয়। রুই ও কাতল মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, চাষ করা কৈ মাছ ১৮০ টাকা, পাবদা ৪০০ টাকা, বোয়াল ৪৫০ টাকা, শিং ৬৫০ এবং দেশি মাগুর ৭০০ টাকা কেজি দরে বিক্রি করেন দোকানীরা।
এদিকে, ঈদের পর কেজি প্রতি প্রায় ধরণের চালের দাম ১ থেকে ২টাকা করে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিন প্রতি কেজি মিনিকেট ৫২ থেকে ৫৫ টাকা, স্বর্ণা ৩৫ থেকে ৩৮ টাকা, বিআর ২৮ চাল ৪০-৪২ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর পোলাওয়ের চাল ৮৫ থেকে ৯০ টাকা। এছাড়াও খোলা আটা ২৪ টাকা, প্যাকেট আটা ৩২ টাকা, খোলা ময়দা ২৭ টাকায় বিক্রি হয়। এছাড়াও খেসারি ৬৫ থেকে ৭৮ টাকা, মসুর ডাল ৮৫ থেকে ১০০ টাকা, বুট ৩৮ থেকে ৪০ টাকা, প্রতি কেজি ছোলা ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি করেন ব্যবসায়ীরা। তবে যে কোন সময় দাম পূর্বের জায়গায় চলে আসবে বলেও দাবি ব্যবসায়ীদের।