ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী কৃর্তক বরাদ্দকৃত হতদরিদ্রদের জন্য ভিজিএফের চাল ১৫ কেজির স্থলে নয় কেজি বিতরণ করে ছয় কেজি করে আত্মসাতের প্রতিবাদে সোমবার বেলা এগারোটায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বাকেরগঞ্জ উপজেলা সড়কে।
সমাবেশে বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে উপজেলার গারুড়িয়া ইউনিয়ন পরিষদের দুর্নীতিবাজ চেয়ারম্যান এএসএম জুলফিকার হায়দারের দৃষ্টান্তমূলক বিচারসহ অপসারনের দাবি করেছেন। ইউনিয়নের ভিজিএফ’র কার্ডধারী ভূক্তভোগী ও হতদরিদ্রদের ব্যানারে দু’ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যণ বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, দুলাল হোসেন, আলকাস হোসেন, মাসুদ খান, আল-আমিন তালুকদার, সফিকুল ইসলাম রিপন, রিপন জমাদ্দার প্রমুখ।
বক্তারা বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের প্রায় পাঁচ হাজার ইউনিয়নবাসীর জন্য প্রধানমন্ত্রী ১৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ করেন। ওই চাল থেকে নয় কেজি বিতরণ করে বাকি ছয় কেজি চাল চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, বিষয়টি আমার কাছে বিভিন্নভাবে অভিযোগ এসেছে, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তার পরেও বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।