বগুড়া জেলার বিভিন্ন স্থানে ঈদ মেলা ও আনন্দ মেলার নামে নারী দেহের অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার রমরমা আসর চলছেই। এসব মেলায় রাতভর অর্ধনগ্ন ও উলঙ্গ নারী দেহের প্রদর্শনী ও জুয়ার আয়োজনে বিভিন্ন স্থানে এলাকাবাসীর মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে আইনশৃংখলা বাহিনীর কতিপয় অধিকর্তা ব্যাক্তিদের সাথে বিশেষ সখ্যতার কারণে দিন দিন এই জুয়ার আসর এবং বিচিত্র অনুষ্ঠানের নামে নারী দেহ প্রদর্শনের আসর চলছেই। সংবাদ প্রকাশের কারণে কিছু কিছু স্থানে জুয়ার আসর এবং যাত্রা প্যান্ডেলে পুলিশী অভিযান চালানো হয়েছে।
বগুড়ার শেরপুরে এমনি জুয়া ও নারী দেহ প্রদর্শনের আসর চললেও বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় বিশাল জুয়ার আয়োজন ও যাত্রা প্যান্ডেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৬জন নর্তকী সহ কমপক্ষে ২০জনকে গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় ভাবে জানা গেলেও পুলিশ বলছে এ সময় ৬জন নর্তকী সহ ৭জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানকালে এ সময় যাত্রাপ্যান্ডেল ও জুয়ার আসর ভেঙ্গে গুড়িয়ে অগ্নিসংযোগ করা হয়েছে সেখানে।
পুলিশের একটি দায়িত্বশীল জানায়, গোপন এক সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সারিয়াকান্দি পুলিশের একটি বিশেষ দল
সারিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত এলাকাহিসাবে পরিচিত কাজলা ইউুনয়নের টেংরা গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযান কালে এলাকার আনন্দ বাজার এবং শাহজালাল বাজার এলাকায় আয়োজিত ঈদ মেলা ও আনন্দ মেলায় অভিযান শুরু করে। দীর্ঘ অভিযানে এ সময় যাত্রা প্যান্ডেলে উলঙ্গনৃত্যরত অবস্থায় ৬ নর্তকীকে আটক করা হয়। এদিকে একই সময় পুলিশের অপর একটি দল সেখানকার গড়ে ওঠা জুয়ার আসরে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় কমপক্ষে ১৪জন জুয়ারীকে। পুলিশ এ সময় প্যান্ডেল ও জুয়ার আসর ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং তাতে অগ্নিসংযোগ করে তার পুড়িয়ে দেয়। তবে থানার কর্মকর্তা ইনচার্জ (সার্বিক) মুহা আল আমিন তার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়ার আসর থেকে মোট -৭জুয়াড়-কে এবং ৬-নর্তকীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ সারিয়াকান্দির কাজলা ইউনিয়নটি মূল উপজেলার যমুনা নদীর অপর পাড় হবার সুবাদে সেখানে একটি সঙ্গবদ্ধ প্রভাবশালী মহলের আয়োজনে হরহামেশাই চরে রমরমা জুয়ার আসর। এছাড়াও বিচিত্রা অনুষ্ঠানের নামে প্যান্ডেল টাংগীয়ে সেখানে চলে উলঙ্গনারী দেহ প্রদর্শনের আসর। কালে ভদ্রে সেখানে উর্ধতনদের চাপের মুখে অভিযান চালানো হলেও ২৪ঘন্টা না পেরুতেই আবারো শুরু হয় সেই আসর। অভিযোগ বর্তমানে ক্ষমতাসিন কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রীতিমত উপজেলার এই অঞ্চলটি রীতিমত অপরাধ এবং অপরাধীদের স্বর্গরাজ্যতে পরিনত হয়।
অন্যদিকে বগুড়ার শেরপুর পৌর এলাকার বেশ কয়েকটি স্থানে রাতের আঁধারে নিয়মিত ভাবে চলে জুয়ার আসর। এলাকাবাসীদের অভিযোগ এলাকার প্রভাবশালী যাদের নাম পরিচয় নারী নক্ষত্র পুলিশের জানা তাদের ছত্র ছায়ায় ওই সব স্থানে বাড়ী ভাড়া নিয়ে নিয়মিত ভাবে জুয়ার রমরমা জুয়ার আসর। অভিযোগ রয়েছে এ ব্যপারে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা বিষয়টি জানার পর রহস্যজনক কারণে নিরব ভূমিকা নিয়ে থাকেন। অন্যদিকে এ বিষয়ে জুয়ার আসর সমপর্কে তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে দু’চারদিন আসর থমকে যায়। এরপর আবারো শুরুহয় আসল।
এরই ধারাবাহিকতায় শেরপুর শহরের পর এবার উপজেলার বিশালপুর ইউনিয়নের পাচঁদেউলী বেলতলা নামকস্থানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঈদ মেলায় ঈদ মেলার নামে অর্ধনগ্ন নারী দেহের প্রদর্শনী ও জুয়ার আয়োজন এলাকাবাসীর মধ্য ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তথ্য সূত্র মতে এ বছর রোজার কারণে রানীরহাট মেলার আয়োজন না হওয়ায় পাচঁদেউলী গ্রামের বকুল, ফাইসুল সহ কয়েকজন ব্যক্তি মিলে বেলতলা নামক স্থানে ঈদ মেলার নামে বিচিত্রা ও জুয়ার আয়োজন করে। স্থানীয় প্রশাসন ও পুলিশের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে শুরু হয় জমজমাট আসর। শুরু হওয়া জমজমাট অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলবে আরো কয়েকদিন।
এ ব্যাপারে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, তিনি এ বিষয়গুলি জানেননা কিংবা এ ব্যাপারে তার সাথে কেউ যোগাযোগ করেনি। তিনি জানান বিষয়টি তিনি দেখছেন।
অন্যদিকে কাহালু থানার শেষ সীমান্ত এলাকায় এবং দুপচাচিয়া এলাকার মধ্যবর্তীস্থানে রাতের আঁধারে সামিয়ানা টাঙ্গিয়ে হ্যাজাক লাইট জালিয়ে চলে রমরমা জুয়ার আসর। জোকারপাড়া এলাকার একটি রোড ব্রিজ এর নিচে কিংবা আশপাশের এলাকায় নিয়মিত ভাবে চলে এই জুয়ার আসর।রাতের আঁধার হলেই সেখানে আগমন ঘটে বড় বড় রাঘব বোয়াল জুয়াড়-দের আগমন। খেলা চলে রাত ১২টা থেকে ২টা পর্যন্ত। পবিত্র রমজান মাসেও সেখানে থেমে থাকেনি জুয়ার আসর।
কাহালু সদর থেকে একটু পশ্চিমে হলেও মানচিত্রের নিয়মমত এলাকাটি কাহালু থানার এলাকা। তবে দুঁপচঁচিয়া থানার পূর্ব পার্শ্বে মাত্র ২শত গজ দুরত্বে। সেখানে কোন ঘটনা ঘটতে হলে দুঁপচাচিয়া থানার অবগতিতেই হতে হবে। এই কাহালুর কর্মকর্তা ইনচার্জ (সার্বিক) এর মতামত তাই যেহেতু তিনি নবাগতা তাই বিষয়টি তিনি জানেননা। জেলার সব চেয়ে বড় জুয়ার আসর চালানো হয় জেলার শাহজাহানপুর উপজেলার সদর সহ উপজেলার বিভিন্ন এলাকায়। সদরের মাঝ খানে কিছুদিন বন্দ থাকলেও আবারো সেখানে জুয়ার আসরের প্রস্তুতি চলছে রীতিমত। বগুড়া সদরের বিভিন্ন স্থানে জুয়ার আসর শুরু করা হলেও অব্যাহত পুলিশী অভিযানের কারণে তা নিয়মিত হতে পারেনা।