বগুড়া সদর সহ জেলার বিভিন্ন স্থানে চলছে দেশী বিদেশী মদের আসর। বগুড়া শহরের বেশ কয়েকটি মোটেল হোটেলে অনুমোদিত হোটেলে বার শহর শহরের বেশ কিছু স্থানে চলছে মদের বাধভাঙ্গা আসর।মাদকের বিরুদ্ধে পুলিশী কঠোর অবস্থানের কারণে মাদক বেশ কিছুটা নিয়ন্ত্রনে এলেও বিভিন্ন স্থানে মদের আসর এখন রমরমা।
অভিযোগ রয়েছে জেলার আদমদীঘি,শেরপুর,ধুনট আদমদীঘির সান্তাহার,শাহজাহানপুর সহ বগুড়া শহরের বেশ কয়েকটি স্পটে মদের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে।
সরকারী নিয়ম মত শুধুমাত্র অনুমোদিত ব্যাক্তিদের নিকট মদ সরবরাহ করার কথা থাকলেও বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় নামধারী হোটেল এবং বার গুলোতে চলছে এর ব্যাতিক্রম কার্যক্রম। শহরের শাহজাহানপুর উপজেলার পর্যটন মোটেল বার, নাজ গার্ডেন এবং শহরতলীর মম ইন হোটেলের বারগুলোতে রীতিমত চলছে মদ বিক্রির জন্য হুরাহুরি। সেখানে মানা হচ্ছেনা কোন নিয়মনীতি। জেলার বিভিন্ন স্থানে অনুমোদিত বার ও মদের দোকান গুলোতে অননুমোদিত বিভিন্ন পেশাজীবিদের কাছে অবৈধভাবে বিক্রি চলছে মদ।
এক তথ্যমতে গত ৫/৬দিনে শুধু মাত্র বগুড়াতে কোটি টাকার বেশী মদ বিক্রির খবর পাওয়া গেছে। মদ বিক্রির ক্রেতাদের মধ্য কমবয়সীদের ভীর এতটাই বেশী যে, সেখানে রীতিমত লাইন দিয়ে ভীড় ঠেলে মদ সরবরাহ করা হচ্ছে। বগুড়া শহরে এবার এসব বারগুলোতে বান্দবদের সাথে এক শ্রেণীর বান্দবীদের আনাগোনাও চোখে পড়ছে। এদের মধ্য কলেজছাত্রী থেকে শুরু করে স্কুলে পড়-য়া মেয়েরা ও রয়েছে। ঈদের একদিন পর বগুড়ায় দু’জনায় মদপ্য অবস্থায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে এক কলেজছাত্রী মারা গেছে।
শহরের এসব বার গুলোতে অনুমোতি পার্সনদের আনাগোনা সীমিত হলেও অননোমদিতদের ভীর সেখানে চোখে পড়ারমত। বারে কিংবা পার্সেল সার্ভিসের মাধ্যমে প্রতিদিন বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকার দেশী বিদেশী মদ। এদিকে এই সুযোগে দায়িত্বপালনরত এক শ্রেণীর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কমবয়সী যুবাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
জেলার শেরপুর পৌরশহর ,ধুনট ও দুঁপচাচিয়া আদমদীঘির সান্তাহারে পৌর শহর এলাকায় সরকার অনুমোদিত বাংলা দেশি বৈধ মদের দোকানে চলছে অবৈধ ক্রেতার দিয়ে মাদকের রমরমা বাণিজ্য। সেখানে সরকারি লাইসেন্সধারী মাদক সেবীদের কাছে বাংলা মদ বিক্রির কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের কাছে দেদার বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে রাস্তা-ঘাটে মাদকসেবীদের মাতলামির যন্ত্রণায় পার্শ্বে মসজিদের মুসল্লিসহ সাধারন মানুষজন প্রতি নিয়ত নাজেহাল হতে হচ্ছে বলে সান্তাহার সচেতন মহলের অভিযোগ। এ অবস্থা থেকে রেহাই পেতে মদের দোকানের উচ্ছেদ অথবা অন্যত্র হস্তান্তর করার দাবী জানিয়েছে স্থানীয়রা।বগুড়া শহরের সাবগ্রাম চেলোপাড়া কলোনি বাজার ,বারপুর মোড় ,এসপি ব্রিজের পশ্চিম পার্শ্বে বউবাজার ,স্টেশন এলাকা ও চকসুত্রাপুর শিববাটি সুইপার কলোনীতে সহ কমপক্ষে ১২টি পয়েন্টে চলছে অবৈধ মদের আসর।
খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহার পৌর শহরের তিনটি হরিজন কলোনি থাকার কারণে দীর্ঘদিন থেকে এই মদের দোকানটি চালু রয়েছে। সান্তাহারে লাইসেন্সধারী ক্রেতার সংখ্যা প্রায় ১ হাজার জন। কিন্তু এখানে তালিকা মেনে মদ বিক্রি করেন না বিক্রেতা। প্রতিদিন সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে মাদকের আড্ডা চলে। উঠতি বয়সী যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখানে মদ কিনতে আসে।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোর, যুবকসহ নানা বয়সের লোকজন এসে মদের দোকানের সামনে ভিড় করেছে। কিন্তু মদের দোকানের বিক্রেতা গৌতম কুমার সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে মদ বিক্রি বন্ধ করে দেন। এ সময় দোকানের সামনে অতিরিক্ত মদ্যপান করে হাসান, সুমন, রতন নামের তিন কলেজ ছাত্রকে মাতলামি করতে দেখা যায়। পরে এলাকাবাসী তিন জনকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে অন্য ক্রেতারাও পালিয়ে যায়। মদের দোকানের পাশে মুসজিদের মুসল্লি মোজাম্মেল হক বলেন, মদের দোকানটি বন্ধ করে দেওয়া অতি জরুরী। বাংলা মদের বিক্রেতা গৌতম কুমার জানান, নির্ধারিত ক্রেতা ছাড়াও মদ কিনতে বাইরের লোকজন আসে। বিক্রি করতে না চাইলে মারামারি ও ভাঙচুর শুরু করে। তাই বাধ্য হয়ে তাদের কাছে মদ বিক্রি করি।
আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক )মুনিরুল ইসলাম বলেন, সরকারের অনুমোদিত দোকানে মদ বিক্রি চলছে। সেখানে কে মদ কিনছে বা খাচ্ছে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখবে। তবে সুইপারের লোকজনের কারণে মদের দোকান বন্ধ করা যায় না। তবে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে আমরা দেখবো।এব্যপারে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের তৎপরতা হঠাৎ করেই যেন স্তব্ধ হয়ে গেছে।