নওগাঁর পোরশায় নগর উন্নয়ন, রাজশাহী আঞ্চলিক অফিসের ব্যবস্থাপনায় আশির দশকে প্রণিত রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলায় ভূমি ব্যবহার মহাপরিকল্পনা বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হলরুমে অনুষ্ঠিত গণশুনানীতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। ভূমি ব্যবহার বিষয়ে বক্তব্য রাখেন ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক অফিসের সহকারী প্লানার আবদুল ওয়াহাব, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপু, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও ফখরুদ্দিন আলী আহম্মেদ। অন্যন্যের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, এসআই মোকাব্বের হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব, নগর উন্নয়ন অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক অফিসের রেখাকার রমজান আলী ও মাহবুব হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।