বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে নন্দীগ্রাম উপজেলার নারীরা স্বাবলম্বী হচ্ছে। নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালীকরণে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রশিক্ষিত নারীদের মাঝে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে।
সোমবার বেলা ১১ টায় নন্দীগ্রাম পৌর শহরের রানার চত্বর অডিটোরিয়ামে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, কাউন্সিলর জালাল উদ্দিন, আলী হাসান, আ.লীগ নেতা মুক্তার হোসেন বকুল, তীর্থ সলিল রুদ্র, রেজাউল করিম বকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম সুজন, আকবর আলী, সাবেক ছাত্রলীগ নেতা আনন্দ কুমার, কামরুল হাসান সবুজ, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু তৌহিদ রাজীব, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রোমান আহমেদ সোহাগ, আশরাফুল ইসলাম পায়েল প্রমূখ।