অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় পাবনা বেড়া উপজেলার দেড় শতাতিক সংখ্যালঘু পরিবার তাদের যাতায়াতের জন্য রাস্তা পেলো। এ নিয়ে মাস দুয়েক আগে ইত্তেফাকসহ একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী। গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে নবনির্মিত রাস্তা পরিদর্শন করেন। বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের পুকুরচালা পাড়ার চলাচলের রাস্তা না রেখে দোকান, গুদাম ও অফিস ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল স্থানীয় প্রভাবশালীরা। ফলে দেড় শতাধিক পরিবারের প্রায় ৫০০শত মানুষ বাড়িতে যেতে দুর্ভোগে পোহাতে হচ্ছিল প্রায় পনের-বিশ বছর।
ইউএনও জায়গার মালিকদের সাথে দফায় দফায় শালিস বৈঠক করে দির্ঘ পাঁচ মাস শত চেষ্টার পরে রাস্তা পায় সংখ্যা লঘু পরিবারগুলো। সংখ্যালঘু পরিবারের সদস্য মানিক কুমার শীল বলেন, আমাদের এত দিনের এত বড় সমস্যা কর্তপক্ষ সমাধান করে দিয়েছে এজন্য আমরা এম.পি, ডিসি, মেয়র, উপজেলা চেয়ারম্যানের ও ইউএনও মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ঐ জায়গাটি ব্যাক্তি মালিকানাধীন তাই ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ আইন অনুসারে গণউপদ্রব হিসেবে জনগণের সুবিধার্থে মালিক পক্ষের সাথে আলোচনা করে দু’পাশ থেকে দেড় ফিট করে মোট সাড়ে চার ফিট রাস্তা বের করতে সক্ষম হই।