আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় জুয়ার আসরে হানাদিয়ে ৩ জুয়াড়ীকে আটকের পরে জনপ্রতিনিধির হস্তক্ষেপে দফারফা হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে কুঁন্দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুঁন্দুড়িয়া গ্রামে ময়না মাস্টারের বাড়ির পাশে বাঁশ বাগানে এলাকার জুয়াড়ীরা নিয়মিত জুয়ার আসর বসিয়ে থাকে। তাদেরকে নিবৃত করার চেষ্টা করলেও বন্ধ হয়নি। এলাকার প্রতিবাদী কামরুল, হাবিবুর, আজমির, মুন্না, আব্দুল্লাহ, মান্না, সবুজ, আলামিন, রাসেল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে একসাথে জুয়ার আসরে হানা দেয়। এ সময় আরিফুল নামে এক জুয়াড়ী টাকা পয়সা নিয়ে দ্রুত পালিয়ে গেলেও অপর ৩ জনকে নগদ ১৫০০ টাকা, দু’জোড়া তাসসহ আটক করা হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন, পুলিশিং কমিটির সভাপতি বিজন কুমার ঘটনাস্থানে পৌছে তাদেরকে তাদের অফিসে নিয়ে কানধরে উঠবসসহ বিভিন্ন শাস্তি দিয়ে দফারফা করে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মেম্বার আলতাফ হোসেনের সাথে মোবাইলে সাংবাদিকদের পক্ষ থেকে কথা বললে তিনি জানান, ছেলেগুলো তাস খেলা করে। নিষেধ করলেও তারা শোনেনা। তাস খেলে বাড়ি ফিরে তারা স্ত্রী-সন্তানদের সাথে দুর্ব্যবহার করে। তাদেরকে আটকের পর মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে।