আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই দেবাশীষ মন্ডল অভিযান চালিয়ে সিআর-১২৭/১৮ (ওয়ারেন্ট) আসামি বসুখালী গ্রামের আজগর গাজীর পুত্র মিলন গাজীকে গ্রেফতার কারেন। এএসআই জাকির হোসেন সিআর-২২৯/১৮ (ওয়ারেন্ট) আসামি গাজীপুর গ্রামের গফুর গাজীর পুত্র নুরুজ্জামানকে, এসআই মোহাম্মদ মামুনুর রহমান সিআর-২৫০/১৮ (ওয়ারেন্ট) আসামি উত্তর একসরা গ্রামের ইমান আলি গাজীর পুত্র রমজানকে এবং এএসআই হারুনুর রশিদ পৃথক অভিযানে জিআর-১৯৩/১৮ (ওয়ারেন্ট) আসামি প্রতাপনগর গ্রামের মৃত মাহাবুদ্দিন গাজীর পুত্র আসলাম গাজীকে গ্রেফতার করেন।