পিতার সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর শাখাওয়াত হোসেন (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মিয়ারচর মৃধার খাল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রবিবার বিকেলে মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, সকালে জেলেরা নদীতে শাখাওয়াতের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা পড়-য়া পুত্র শাখাওয়াতকে নিয়ে আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে যান মুলাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়াউদ্দিন মনির। এরপর নদীতে পিতা-পুত্র একসাথে ডুব দিয়ে বাবা উঠে এলেও ছেলে নিখোঁজ ছিলো।