নগরীর কলেজ এ্যাভিনিউ সড়কের ৫নং গলির ইউনুস ভিলা থেকে ফাতেমা বেগম (সুস্মিতা সরকার) নামের এক নওমুসলিম গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্বার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ফাতেমার স্বামী মাইনুল ইসলাম শান্ত কে আটক করেছে।
রবিবার বিকেলে কোতোয়ালী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, বেশ কিছুদিন পূর্র্বে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে মাইনুল ইসলাম শান্ত নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইউনুস ভিলার ভাড়া বাসায় স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন গৃহবধু ফাতেমা বেগম।
এরপর শনিবার রাত এগারটার দিকে নওমুসলিম ফাতেমার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশের ময়না তদন্ত শেষে নিহতের পিতা স্বপন সরকারের কাছে লাশ হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, ময়না তদন্তের রির্পোট হাতে পেলে আত্মহত্যা না হত্যা সে বিষয়ে জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।