বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর এর সাধারণ সম্পাদক, দৈনিক পরিবেশ’র সিনিয়র চীফ রিপোর্টার ও ফটো সাংবাদিক মমিনুল ইসলাম রিপন গুরুতর অসুস্থ হয়েছেন। গতকাল সকালে তাকে রংপুর মহানগরীর আরজি হাসপাতাল সংলগ্ন ফিজিও সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি দেড় মাস ধরে পায়ে আঘাত জনিত কারণে অসুস্থতায় ভুগছেন।
গত ২৪ এপ্রিল ডান পায়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থপেডিক) ডা. আশফাকুর রহমান রুবেলের কাছে চিকিৎসা গ্রহণ করেন। ওই চিকিৎসকের পরামর্শে ১০ দিন বিশ্রাম নেয়ার পর কিছুটা সুস্থতা অনুভব করলেও কয়েকদিন ধরে আবারো একই পায়ে প্রচন্ড ব্যথায় কাথর হন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসেন ভূঞার পরামর্শে ফিজিওথ্যারাপি চিকিৎসক মো. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে বর্তমানে নগরীর ফিজিও সেন্টারের চিকিৎসা নিচ্ছেন।
এদিকে তার আশু রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।