চলচ্চিত্রে অভিনয়ের কারণে টিভি নাটক থেকে দূরে সরে গেলেও বিশেষ দিবসের বিশেষ নাটকে কিন্তু ঠিকই দেখা মেলে নুসরাত ইমরোজ তিশার। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও একগুচ্ছ নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। প্রতিটি নাটকেই আলাদা আলাদা গেটাপে দেখা যাচ্ছে তাকে। তবে এবারই প্রথম বেদের মেয়ের চরিত্রে অভিনয় করলেন তিনি। নাটকের নামও 'বেদের মেয়ে'। শাহজাহান সৌরভের রচনা এবং প্রীতি দত্তের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় এটিএন বাংলায়। নাটকের গল্পে দেখা যাবে, নূপুর বেদের মেয়ে। তবে সে বেদে বহরের সঙ্গে থাকে না। নিজের বহর ত্যাগ করে সে এক বুড়ির বাড়িতে আশ্রিতা। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিষ নামায়। মেম্বারের ছেলে আহসান একদিন নৌকা পার হওয়ার সময় নূপুরকে দেখে। তার কথা শুনে প্রেমে পড়ে যায়। একপর্যায়ে তার গ্রাম পর্যন্ত তাকে খুঁজতে যায়। অন্যদিকে মেম্বারের কানে খবর চলে যায় যে তার ছেলেকে ওই বেদেনীর বাড়ির আশপাশে দেখা গেছে। ঘরে ফেরার পর আহসানকে খুব করে বকে তার বাবা। কিন্তু আহসানের মন পড়ে থাকে নূপুরের প্রতি। একদিন নূপুর আহসানকে নিজের জীবনের গল্প শোনায়। বহরের বাইরের এক ছেলের সঙ্গে প্রেম করে সে নিজের বেদে বহর ছেড়ে গ্রামের বুড়ির বাড়িতে আশ্রিতা হয়েছে। এসব কথা শুনে আরো মায়া বেড়ে যায় আহসানের। সে প্রেম নিবেদন করে। কিন্তু একবার পোড় খেয়ে ঘর বাঁধতে ভয় হয় নূপুরের। আহসানও নাছোড় বান্দা। মেম্বার ছেলের পাগলামির কথা জানতে পেরে লোক দিয়ে বুড়িকে হুমকি দেয় গ্রাম ছাড়ার। পরে নূপুর গিয়ে বলে, সেই চলে যাবে গ্রাম ছেড়ে। তার সেই যাত্রার সঙ্গী হতে চায় আহসান।