রাজশাহী-ঢাকা রেলপথের চাটমোহর উপজেলার গুয়াখড়া রেলস্টেশনের পূর্বপাশে ট্রেনে কেটে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৬৫ বছর। এলাকাবাসী জানান,শনিবার দিবাগত রাতে অথবা রবিবার ভোরে কোন একটি ট্রেনে কাঁটা পড়ে মারা যান ওই ব্যক্তি। রবিবার সকালে গুয়াখড়া রেলস্টেশনের পুর্বপাশে রেলওয়ে ব্রিজের পাশে রেললাইনের উপর ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। রবিবার বিকেলে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের পরিচয় পাওয়া যায়নি।