ঈদ আনন্দে দিনাজপুর শহরের ঐতিহাসিক বড় মাঠে একটু সময় কাটাতে এসে অনেকেই যত্রতত্র আবর্জনা ফেলে সৌন্দর্য্যহানি করছে। আর এই অপরিচ্ছন্ন দেথে স্বপ্রনোদিত হয়ে ছুটিতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিজেরাই পন্স্কিার করে মাঠের সৌন্দর্য্য ফিরিয়ে দিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এর দিনাজপুর সদর থানা সমিতি’র ৭জন ছাত্র শনিবার রোদের খরতাপ উপেক্ষা করে পুলিশ ক্যাফেটেরিয়ার সামনের মাঠের অংশে এই পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে নামে। ওই সমিতির ৩৫জন দিনাজপুরের ছাত্র রয়েছে।
শুধু এবারেই নয় এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঈদ, পূজা কিংবা পহেলা বৈশাখের মত উৎসবগুলোতে গত কয়েক বছর ধরেই নিজ উদ্যোগেই এসব সচেতনতামুলক কাজ করে থাকেন।
ওই বিশ্ববিদ্যালয় ছাত্রদের আবির উল ইসলামসহ কয়েকজন জানান, উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানের স্বীকৃতি পাওয়ায় এই মাঠের গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। 'গোর এ শহীদ ময়দান' বা 'বড় মাঠ' এর সাথে আমাদের দিনাজপুরবাসীর আত্মিক সম্পর্ক চলমান রয়েছে যুগ যুগ ধরে। প্রাতঃকালীন হাঁটাহাটি থেকে শুরু করে খেলাধুলা, নৈমাত্তিক আড্ডা কিংবা নেহাতই অবসরে একটু মুক্ত বাতাসের খোঁজে ছুটে আসে এখানে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎসবে মানুষের সমাগম বৃদ্ধির সাথে সাথে যত্রতত্র ময়লা ফেলার হারও ভয়াবহ বৃদ্ধি পাওয়ায় মাঠের চিরচেনা রুপ বদলে যাচ্ছে।
তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় এর দিনাজপুর সদর থানা সমিতি’র ছাত্ররা সবার মাঝে সচেতনতা বৃদ্ধির জন্যেই এ কাজ আমাদের। আমরা যদি একটু সচেতন হই, আর যে কোন নোংরা আবর্জনা মাঠের চারপাশে রাখা ডাস্টবিনগুলোতে ফেলি তাহলেই সম্ভব মাঠের পরিবেশ বজায় রাখা।
তাদের একাজ কে দিনাজপুরের অনেক মানুষ সাধুবাদ জানিয়েছেন।