ঈদুল ফিতরের টানা ছুটি শেষে রোববার (৯ জুন) প্রথম কর্মদিন শুরু হয়। এদিন অফিস-আদালত খুললেও অফিসপাড়ায় ভিন্ন দৃশ্য দেখা গেছে। বেশীরভাগই দপ্তরে চাকুরিজীবীদের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে অনুপস্থিতির হার সরকারী দপ্তরে বেশী ছিল। তবে নাড়ির টানে গ্রামের বাড়িতে ঈদ করতে আসা কর্মজীবী মানুষরা এরইমধ্যে ফিরতে শুরু করেছেন। পূর্বের ন্যয় রাজশাহী শহর জাঁকজমকপূর্ন হতে আরো দুই-তিন দিন লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ঈদের দিন থেকেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নামছে পদ্মাপাড় ও শিশুপার্কসহ নগরীর অন্যান্য বিনোদন কেন্দ্রে। আকাশে কখন রোদ, কখনও মেঘ থাকলেও বিনোদন পিপাসুদের আটকানো যায়নি। আর দুপুর গড়িয়ে বিকেলের সূর্য পশ্চিম আকাশে নামার পর রাজশাহী মহানগরীর বিনোদন স্পটগুলোতে যেনো তিল ধারণের ঠাঁই থাকছেনা।
এদিকে, ঈদের পর প্রথম কার্যদিবসে উপস্থিতি কম থাকায় বিভিন্ন দফতরের কাজ-কর্ম চলে ঢিলেঢালাভাবে। ছুটি শেষে অফিসে উপস্থিতিদের বেশীরভাগই সময় কেটেছে কোলাকুলি, ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করে।
রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়, নগর ভবন, রেল ভবন, পানি উন্নয়ন বোর্ড, রেশম বোর্ড, খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহী উন্নয়ন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ কমিশনার কার্যালয়, সড়ক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে গিয়ে দেখা গেছে প্রায় একই চিত্র। তবে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার চিত্রটা এদের চেয়ে অনেকটাই ভিন্ন দেখা গেছে। এ অফিসের অধিকাংশ স্টাফদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অফিসে অনুপস্থিতির হার কম থাকার বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘নির্ধারিত ছুটি শেষ হলেও অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। যে কারণে অফিসে উপস্থিতি কম। আবার ছুটি শেষে অনেকই শহরে এসে পৌছেছেন, কিন্তু ঈদের পর প্রথম কার্য দিবসে যথা সময়ে তারা অফিসে আসতে পারেনি। তবে আশা করছি এরা দুপুরের আগেই এসে কর্মস্থল যোগ দেবেন।’