গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধু’দের সাথে নদীতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেনীর এক ছাত্র পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সোয়া ১২টায় উপজেলার কাটাবাড়ী ইউপি’র বোগদহ কলোনীর পলাশ (সোনার) এর পুত্র অষ্টম শ্রেনীর ছাত্র আসিব (১৪)ও কয়েক বন্ধুর সাথে গোসল করতে সাতানা বালু পাড়া এলাকায় করতোয়ার নদীর পানিতে সাতাঁর কাটার সময় আসিব ডুবে যায়।এক পর্যায় অন্য বন্ধুরা তাকে উদ্ধারে এগিয়ে গেলেও ব্যর্থ হয়। এ খবর পেয়ে তাৎক্ষনিক গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ও রংপুরের ডুবরী দল অবিরাম চেষ্টা চালিয়ে সোয়া ৪টায় দিকে ডুবে যাওয়া নিখোঁজ ছেলেটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এদিকে ছেলেটির মরদেহ উদ্ধারের পর ঐ গ্রামে চলছে শোকের মাতম।