পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা খেলার মাঠে ঈদের ৩য় দিন শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো কৃষকের ঈদ আনন্দ উৎসব। গুনাইগাছা ইউনিয়ন কৃষকলীগের সহায়তায় গ্রামবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ স ম আঃ রহিম পাকন। গুনাইগাছা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আঃ রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক,সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান,সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তার হোসেন,সাধারণ সম্পাদক ইউনুস আলী,ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আনসার আলী ধলা। দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো রকম রকম েেখলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রচুর দর্শকের সমাগম ঘটে।