বীরগঞ্জে সড়ক দুর্ঘনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।তার বাড়ী খানসামা উপজেলার হলদিপাড়া গ্রামে।
শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড চেকপোষ্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেল আরোহী খানসামা উপজেলার হলদিপাড়ার রফিজ উদ্দিনের ছেলে আরমান আলম (২৫) ও মরহুম আকবর হোসেনের পুত্র জিয়াউর রহমান জিয়া(৪৫)কে একটি অজ্ঞাত মাইক্রেবাস চাপা দিয়ে পালিয়ে যায়।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সমরেষ দাশ জানান,স্থানীয় জনতা আহত ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমান আলমকে মৃত ঘোষনা করেন এবং জিয়াউর রহমান জিয়া বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি আছেন।তার অবস্থা আশন্কামুক্ত বলে জানা ঘেছে।
সংবাদ পেয়ে থানার এস আই এরশাদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।