রাজশাহীর মোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্রীসহ প্রায় ৫জন আহত হয়েছে। মোহনপুর থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে মতিহার গ্রামের আলমাস আলীর ছেলে আরমানুর রহমান বাদি হয়ে ১১ জনকে আসামি করে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মতিহার গ্রামের আলমাস হোসেনের সাথে প্রতিবেশী মৃত আমান আলীর ছেলে ইমাম আলীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই শত্রুতার জের ধরে গত শুক্রবার রাত ৯ টার সময় প্রতিপক্ষ ইমাম ও সুফিয়ানের নেতৃত্বে তারাসহ ১০/১২ লোক মিলে হাতে ধারালো হাঁসুয়া, লোহার রড, লাঠিসোঠা নিয়ে আলমাস হোসেনের বাড়িতে প্রবেশ করে প্রথমে মারপিট, ঘরে আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। প্রতিপক্ষের মারপিটে কলেজছাত্রীসহ প্রায় ৫ জন আহত হয়েছেন। আহততের মধ্যে আরমানুর রহমানের বাবা আলমাস আলী (৪৫), বোন অনার্স পড়-য়া ছাত্রী কনিজ রুকশানা (২১) স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। মামলার পর মোহনপুর থানার পুলিশ এজাহারভুক্ত আসামি একই গ্রামের আমান আলীর ছেলে সুফিয়ান (৪৮) গ্রেপ্তার করে।
মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, একজন আসামিকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।