াশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে অস্বাস্থ্যকর পায়খানা ঘর নির্মান, গোয়ালঘরের ময়লা আবর্জনাসহ নানা অত্যাচারে নবাব আলিদের পরিবারের বসবাস কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে পুলিশ পরিদর্শক (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে প্রকাশ, বাঁকড়া গ্রামের মৃত মোহাম্মদ আলি সরদারের পুত্র নবাব আলিদিং এর বাড়ির সীমানায় প্রতিবেশী মৃত গোলাপ সরদারের পুত্র এশার আলি ও ওহাব আলিরা বসবাস করেন। তারা তাদের বাড়ির সীমানায় ৩টি অস্বাস্থ্যকর কাঁচা শৌচাগার ও রান্নাঘরের কাছে গোয়ালঘর নির্মান করেছেন। যার দুর্গন্ধে তাদের বসবাস ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে তাদেরসহ অন্য প্রতিবেশীদের জীবন দুর্বিসহ হয়ে পড়ে। এ ছাড়া পথের পাশে পুকুর খনন করায় পথটি ভাঙতে ভাঙতে হুমকীতে আছে। ওহাব আলীর ভাই এক্তার আলি ২০১৪ সালে তাদের বাড়ির পাশে সরকারি রাস্তা সংলগ্ন ৫.৬৪ শতক জমি বিক্রয় করেন। যা নবাব আলি দিং ক্রয়ের পর থেকে ভোগদখলে আছেন। কিন্তু প্রতিপক্ষ তাদের দখলকৃত স্থানের দখল ছেড়ে দিয়ে অন্যত্র দখল নিতে চাপ দিয়ে যাচ্ছেন। এমনকি এসএ রেকর্ড অনুযায়ী ২১ শতক এর মালিক হওয়ার কথা থাকলেও তারা প্রতারণামূলক ভাবে ৬৪ শতক জমি রেকর্ড করে নিয়েছেন। আবার ভোগদখলে আছেন ৫৪ শতক। বাধ্য হয়ে নবাব আলি দিং রেকর্ড সংশোধনী মামলা করেছেন। যা চলমান। বর্তমানে তারা কাগজপত্র না থাকলেও তঞ্চকী বা ভুল রেকর্ডের বুনিয়ানে মামলা চলমান থাকা স্বত্ত্বেও আরও ১০ শতক জমি জবর দখলের পায়তারা করে যাচ্ছেন। রেকর্ড সংশোধনী মামলার করায় তারা ষড়যন্ত্রমূলক ভাবে আর্থিক ভাবে সংগতি থাকা স্বত্তেও কাঁচা পায়খানা ও গোয়ালঘর নির্মান করে প্রতিপক্ষকে হয়রানি করে চলেছেন। অভিযোগ পেয়ে এসআই জাকির হোসের শুক্রবার ঘটনাস্থান পরিদর্শন করেন। তিনি কাঁচা পায়খানা সরিয়ে নিতে বা স্বাস্থ্যকর পায়খানা নির্মানের নির্দেশ প্রদান করেন। জমাজমির বিষয়টি আগামি শুক্রবার উভয় পক্ষকে নিয়ে বসে ফয়সালা করবেন বলে জানান। এশার আলি বলেন, আর্থিক সংগতির অভাবে পায়খানা পাকা করা সম্ভব হয়নি। সীমানা নিয়ে জটিলতায় পুকুর পাড়ের কাজ করতে পারছেন না।