আশাশুনি উপজেলার কুল্যায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাবলা স্মৃতি লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুল্যা ইউনিয়নের আইতলা ডিপ টিউবওয়েল মাঠ চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়।
আইতলা-মহাজনপুর মিতালী যুব সংঘের আয়োজনে খেলায় মাহমুদ আলি ও খলিলের নেতৃত্বে লাঠিয়াল দল আকর্ষণীয় লাঠি খেলা প্রদর্শন করেন। শত শত নারী-পুরুষ-শিশু দর্শকের মন মাতানো লাঠিখেলায় একক, দ্বৈত ও দলগত খেলা উপহার দেওয়া হয়। এরপর তৈলাক্ত কলাগাছের মাথায় উঠে পুরস্কার নামিয়ে নেওয়া প্রতিযোগিতায় শিশু মাহমুদুল হাসান আল সানি ১ম স্থান অধিকার করে। সবশেষে যাদু প্রদর্শণীতে যাদুকর মাহমুদ সরদার খুদিরামের ফাঁসিসহ বিভিন্ন যাদু প্রদর্শন করেন। ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিতালী যুব সংঘের সভাপতি রবিউল ইসলাম শান্ত। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান গাজী, আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন, সাবেক মেম্বার ও পুলিশিং কমিটির সভাপতি নূর ইসলাম গাজী, ওজিয়ার রহমান খোকন, ছাত্রনেতা জিল্লুর রহমান প্রমুখ। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।