ঈদের আনন্দ ধরে রাখার প্রচেষ্টাকে সামনে রেখে শুক্রবার বিকেলে রংপুর তাজহাট মেট্রো পলিটন থানা (আরপিএমপি)এর আয়োজনে এক প্রিতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়। ওই ফুটবল টুনামেন্টে সভাপতিত্ব করেন মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজহাট মেট্রোপলিটন থানা (আরপিএমপি) রংপুর। এতে অংশগ্রহণ করেন তাজহাট মেট্রোপলিটন থানার আওতাধীন পুলিশ সদস্যবৃন্দ এবং অত্র এলাকার স্থানীয় যুবকবৃন্দ। সবুজ এবং লাল দুটি দলে বিভক্ত হয়ে অত্র প্রিতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।সবুজ দলের নেতৃত্ব দেন মোঃ তাজমিলুর রহমান,
পুলিশ পরিদর্শক (অপারেশন) তাজহাট মেট্রোপলিটন থানা রংপুর। লাল দলের নেতৃত্ব দেন পুলিশ কনেষ্টবল আমিনুল ইসলাম তাজহাট মেট্রোপলিটন থানা রংপুর। ওই ৬০ মিনিটের টুর্নামেন্টে সবুজ দল ৬-০ গোলে বিজযী হয়। বিজয়ীদের মাঝে সৌজন্য পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় একটি খাশি।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মো: মাহমুদ মোর্শেদ শামীম কাউন্সিলর ৩২ নং ওয়ার্ড, রংপুর সিটি করপোরেশন রংপুর। নাজমুন নাহার নাজমা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩১,৩২,৩৩ নং ওয়ার্ড, রংপুর সিটি করপোরেশন রংপুর। নুর মোস্তাক আলী হাকিম সভাপতি কমিউনিটি পুলিশিং কমিটি তাজহাট থানা সদস্য মহানগর পুলিশিং কমিটি, মো: আকতারুজ্জামান ভুট্টু সাবেক কাউন্সিলর ৩১ নং ওয়ার্ড রংপুর সিটি করপোরেশন রংপুর ও সমাজসেবক দিলরুবা ইয়াসমীন রুনাসহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ প্রমূখ।